• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পঞ্চগড়ে বজ্রপাতে দিনমুজুরের মৃত্যু

প্রকাশিত: জুন ২১, ২০২৩, ০৯:৫১ পিএম

পঞ্চগড়ে বজ্রপাতে দিনমুজুরের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় বজ্রপাতে আব্দুস সালাম (৩৬) নামে এক দিনমুজুরের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জুন) সকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের পুহাতুগছ গ্রামে ভেরসা নদীতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম একই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।


এ বিষয়টি সিটি নিউজ ঢাকাকে নিশ্চিত করেছেন ভজনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন। তিনি বলেন, সকালে বৃষ্টিতে ভিজে স্থানীয় ভেরসা নদীতে মাছ ধরার জন্য যান তিনি। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে আব্দুস সালামের মৃত্যু হয়।

এতে তার মাথাসহ পুরো শরীর বজ্রপাতে ঝলসে যায়। পরে স্থানীয়দের সহযোগিতা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান পরিবারের সদস্যরা।


এডিএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ