• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

আম চুরি ঠেকাতে টানানো বৈদ্যুতিক তারে প্রাণ গেল কৃষকের

প্রকাশিত: জুন ১১, ২০২৩, ০১:৩২ এএম

আম চুরি ঠেকাতে টানানো বৈদ্যুতিক তারে প্রাণ গেল কৃষকের

ছবি: সংগৃহীত

দেশজুড়ে ডেস্ক

জয়পুরহাটের কালাইয়ে আম চুরি ঠেকাতে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে শরিফ উদ্দিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুন) ভোরে কালাই পৌর এলাকার আকন্দপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফ উদ্দিন কালাই পৌরসভার আকন্দপাড়া মহল্লার মৃত ফজলে আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকন্দপাড়ার শামসুদ্দিন আকন্দের আম, কাঁঠাল, লিচুসহ কয়েকটি গাছ ছিল। এসব গাছের মধ্যে আম বেশি ছিল। আর আম কেউ যেন চুরি করতে না পারে সেজন্য জিআই তারে বিদ্যুৎ সংযোগ দেন। মাঠে কাজের জন্য আজ ভোর ৫টার দিকে ভাড় নিতে শামসুদ্দিনের বাড়িতে যান শরিফ। সেখানে থাকা ওই জিআই তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কালাই থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন সিটি নিউজ ঢাকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শরিফের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ সেখানে পৌঁছার আগেই ওই বাড়ির মালিক শামসুদ্দিন পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

জেকেএস/
 


 

আর্কাইভ