• ঢাকা বুধবার
    ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

তেজগাঁওয়ে একটি গাড়ি থেকে বিবস্ত্র অবস্থায় নারী-পুরুষের লাশ উদ্ধার

প্রকাশিত: জুন ৭, ২০২৩, ০৮:৩৭ পিএম

তেজগাঁওয়ে একটি গাড়ি থেকে বিবস্ত্র অবস্থায় নারী-পুরুষের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তেজগাঁওয়ের এলেনবাড়িতে একটি সরকারি স্টাফ কোয়ার্টারের গ্যারেজে একটি গাড়ি থেকে বিবস্ত্র অবস্থায় এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গ্যারেজের ভেতরে একটি সেডান গাড়িতে এ দুটি লাশ উদ্ধার করা হয়েছে।

তারা হলেন— দেলোয়ার হোসেন মোল্লা (৫৩)। তিনি একটি সরকারি অফিসের অফিস সহায়ক ছিলেন। অপরজন মৌসুমী আক্তার রানি (৪২), তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গ্যারেজের ভেতরে একটি সেডান গাড়িতে বিবস্ত্র অবস্থায় লাশ পাওয়ার খবর পান তারা। এর পর পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি বলেন, যে গাড়ি থেকে লাশটি পাওয়া গেছে, সেটি দেলোয়ারের বলেই জানা গেছে। তার সঙ্গে যে নারীর লাশ পাওয়া গেছে, তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। কী করে তাদের মৃত্যু হলো সে বিষয়ে তদন্ত চলছে।

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, তাদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই। ধারণা করা হচ্ছে, তারা মাদক বা উত্তেজক কোনো কিছু সেবন করে যৌনকর্মের পর গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলেন। এর পর সাফোকেশনে বা অন্য কোনো কারণে তাদের মৃত্যু হতে পারে।

 

জেকেএস/

আর্কাইভ