• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আম রফতানির লক্ষ্যে মেহেরপুরে বাগান মালিকদের সঙ্গে মতবিনিময়

প্রকাশিত: জুন ৬, ২০২৩, ০৮:০৩ পিএম

আম রফতানির লক্ষ্যে মেহেরপুরে বাগান মালিকদের সঙ্গে মতবিনিময়

ছবি: সংগৃহীত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের আম রফতানির লক্ষ্যে বাগান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার সুবিদপুর গ্রামের একটি বাগানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাণিজ্য সহায়তা প্রকল্পের পরিচালক মাইকেল জে পারর।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শংকর কুমার মজুমদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সহায়তা প্রকল্পের সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার মাহমুদুর রহমান, বাংলাদেশ সরকারের রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক আরিফুর রহমান।

কীভাবে উৎপাদন করলে মানসম্মত আম বিদেশে রফতানি করা যাবে, তা নিয়ে পরামর্শ করা হয়। এ সময় বাগান মালিকদের কাছ থেকে সমস্যা ও তা নিয়ে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সঠিকভাবে আম রফতানিযোগ্য করতে বিভিন্ন পদক্ষেপের কথা জানান অতিথিরা।

অনুষ্ঠানে আম রফতানির জন্য চুক্তিবদ্ধ বাগান মালিক ও উপসহকারী কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

 

জেকেএস/

আর্কাইভ