• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

৭ লাখ টাকা কাবিনে দাদি-নাতির বিয়ে!

প্রকাশিত: জুন ১, ২০২৩, ০৫:৩৪ পিএম

৭ লাখ টাকা কাবিনে দাদি-নাতির বিয়ে!

ছবি: সংগৃহীত

ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে নাতিকে বিয়ে করেছেন সৎদাদি। ঘটনাটি ঘটেছে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। দাদি-নাতির অসামঞ্জস্যপূর্ণ বিয়ে নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা।

জানা গেছে, হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বেপারি দেড় বছর আগে মারা যান। মৃত্যুর পর তার তৃতীয় স্ত্রী বিধবা সামসুন্নাহারের (৪০) সঙ্গে নাতি মো. মিরাজের (২৩) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে এলাকায় নানা কথা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্যরা কয়েক দফা বৈঠক করেও কোনো সুরাহা করতে পারেননি।

অবশেষে গত ২১ মে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে তারা দুজনে বিয়ে করেন। দেনমোহর নির্ধারণ করেন ৭ লাখ টাকা।

বিয়ের বিষয়ে মিরাজ জানান, স্থানীয়রা তাদের নিয়ে নানা অপবাদ দিয়ে তাকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। সামসুন্নাহার তার দাদার তৃতীয় স্ত্রী। মিরাজের বাবার সৎমা। মিরাজকে বিয়ের বিষয়টি সামসুন্নাহারও স্বীকার করেছেন। তবে প্রেমের বিষয়ে দুজনেই স্পষ্ট করে কিছু বলেননি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম হাওলাদার জানান, বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন।

 

জেকেএস/

আর্কাইভ