• ঢাকা বুধবার
    ০১ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলছে বাস!

প্রকাশিত: জুলাই ১, ২০২১, ১২:৪৫ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলছে বাস!

দেশজুড়ে ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ সময় গণপরিবহনও বন্ধ ঘোষণা করা হয়। তবে শহরের ভেতর না চললেও মহাসড়কে দেখা গেছে বাস চলতে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এমন চিত্র দেখা যায়।

মহাসড়কে টাঙ্গাইলের রাবনা বাইপাস, এলেঙ্গা বাসস্ট্যান্ড এবং এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত চলছে বাস। এ ছাড়া নিম্ন আয়ের মানুষ যাতায়াত করছেন খোলা ট্রাক ব্যবহার করে। বৃষ্টিতে ভিজে খোলা ট্রাকে যাতায়াত করতে দেখা গেছে তাদের

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্বাভাবিক দিনের মতোই চলাচল করছেন মানুষ। ব্যক্তিগত যানবাহন, বাস, খোলা ট্রাক ও পিকআপে মানুষ যাতায়াত করছে। তবে রাতের দিকে মহাসড়কে বাসের সংখ্যা বেশি ছিল। আর যেসব বাস ভোরে ঢাকা থেকে রওনা হয়েছে, বিভিন্ন গন্তব্যে যেতে সেগুলোও মহাসড়কে চলাচল করতে দেখা গেছে।

মহাসড়কে চলাচল করা চালকরা জানান, রাতে প্রশাসনের তেমন নজরদারি থাকে না। অনেক সময় মানবতা দেখিয়ে গাড়ি ছেড়ে দেয়। যে কারণে রাতে পরিবহন চালানো সুবিধা। তবে দিনের বেলায় প্রশাসনের নজরদারি বেশি থাকে। ফলে জেল জরিমানার ভয় থাকে। জীবিকার তাগিদে এভাবেই লুকোচুরি করে পরিবহন চালাতে হচ্ছে। নাহলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। চেকপোস্টগুলো থেকে নিয়মিতই এসব যানবাহনকে মামলা দেয়া হচ্ছে। আর কিছু গাড়িকে ঘুরিয়ে দেয়া হচ্ছে।

সম্রাট/সবুজ/এএমকে
আর্কাইভ