• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পিরোজপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু

প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০৫:৪৯ পিএম

পিরোজপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু

ছবি: সংগৃহীত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নে উপনির্বাচনে চেয়ারম্যান পদে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ নির্বাচনে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থীসহ পাঁচজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮ হাজার ৪৫৬ জন পুরুষ ও ৮ হাজার ৩৮৯ জন নারীসহ মোট ১৬ হাজার ৮৪৫ জন ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নাজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ ইউনিয়নে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

 

জেকেএস/

আর্কাইভ