• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

রং মিশিয়ে তৈরি হচ্ছিল হলুদ-মরিচের গুঁড়া, চট্টগ্রামে গ্রেপ্তার ১০

প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৫:৫৩ পিএম

রং মিশিয়ে তৈরি হচ্ছিল হলুদ-মরিচের গুঁড়া, চট্টগ্রামে গ্রেপ্তার ১০

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চাক্তাই এলাকায় একটি মসলা কারখানায় অভিযান পরিচালনা করেছে র‍্যাব। মঙ্গলবার (২৩ মে) এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেজাল মসলা তৈরি ও মজুতের অভিযোগে ১০ জনকে আটক করা হয়। একইসঙ্গে ভেজাল রংমিশ্রিত প্রায় ৬০০ কেজি হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়াসহ ১২ কেজি ভেজাল রঙ ও রাসায়নিক পদার্থ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- জসিম উদ্দিন (৪০), শরীফ হোসেন (৪০), মো. আলাউদ্দিন (৩৬), মো. জিলানী (২০), মো. সুজন (১৯), মো. সাইদুল (২০), আবদুল কাদের (৩৮), মো. সজল (৪৩), দেলোয়ার হোসেন (৪৮) ও কামরুল হাসান (২৫)।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে বিভিন্ন রং ও রাসায়নিক পদার্থ মিশ্রণ করে মসলা তৈরি করে বাজারজাত করে আসছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

জেকেএস/

আর্কাইভ