• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয় ঘিরে পুলিশের অবস্থান

প্রকাশিত: মে ২৩, ২০২৩, ০৮:১৩ পিএম

রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয় ঘিরে পুলিশের অবস্থান

ছবি: সংগৃহীত

রাজশাহী ব্যুরো

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ মে) সকাল থেকে নগরীর ভুবনমোহন পার্ক এলাকায় অবস্থান নেয় পুলিশ সদস্যরা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি বিএনপির কর্মীরা যেকোনো ধরনের নাশকতা ঘটাতে পারে। ফলে জনগণের নিরাপত্তা নিশ্চিতে আমরা এসব কর্ম পরিচালনা করছি।’

মঙ্গলবার সকাল ১১টায় পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ভুবনমোহন পার্কের সামনে বিএনপির পথসভা অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বিচ্ছিন্নভাবে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসার চেষ্টা করলেও পুলিশি বাধার মুখে পড়ে তারা।

 

জেকেএস/

আর্কাইভ