• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

প্রকাশিত: মে ২০, ২০২৩, ০৫:৪১ পিএম

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মারা যান তিনি। তাঁর নাম সুমন ঢালী ওরফে ডাকু সুমন (৪৪)। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার শেরদাবাদ এলাকার মৃত কাদির ঢালীর ছেলে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন সুমন ঢালী। এ সময় তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। এ কারাগারে তাঁর কয়েদি নম্বর ছিল ৫০৪৮।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

জেকেএস/

আর্কাইভ