• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

লাউয়াছড়ায় উল্টে পড়ে গেলো উদয়ন এক্সপ্রেস ট্রেন

প্রকাশিত: মে ২০, ২০২৩, ০৫:৩৩ পিএম

লাউয়াছড়ায় উল্টে পড়ে গেলো উদয়ন এক্সপ্রেস ট্রেন

ছবি: সংগৃহীত

দেশজুড়ে ডেস্ক

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে ট্রেনের সামনে গাছ পড়ে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে হতাহতের ঘটনা নেই বলে জানিয়েছেন ট্রেনে থাকা কর্মকর্তারা। আজ শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এ কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।

লাইনচ্যুত হওয়া বগিতে থাকা দীলিপ তালুকদার নামের এক যাত্রী বলেন, ‘আমি লাইনচ্যুত বগিতে ছিলাম। হঠাৎ ট্রেন থেমে যায়। আমি দেখতে পাই, ট্রেনটি ধীরে ধীরে এক পাশে হেলে যাচ্ছে। আমিসহ যাত্রীরা দ্রুত অন্য বগিতে ও দরজা দিয়ে নিচে নেমে যাই। ট্রেন হেলে পড়ার পর অনেকে ট্রেন থেকে নামেন। বড় ধরনের আঘাত কেউ পাননি। সামান্য ব্যথা পেয়েছেন কয়েকজন।’

সকালে সরেজমিন দেখা যায়, রেললাইন থেকে ইঞ্জিন ও দুটি বগি মাটিতে পড়ে আছে। মোটা একটি গাছ রেলের ইঞ্জিনের নিচে। রেলের লোকজন করাত দিয়ে গাছ কাটছেন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার সহকারী পরিদর্শক (এসআই) সাব্বির বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা এখানে আসি। ফায়ার সার্ভিস, রেল পুলিশ ও জেলা পুলিশ মিলে ট্রেনের যাত্রীদের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের করে অন্য গাড়িতে তুলে দিই। সবার নিরাপদে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

 

জেকেএস/

আর্কাইভ