• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

টাঙ্গাই‌লে ধর্ষণ মামলায় বড় মনিরের জা‌মিন বা‌তিল, কারাগা‌রে প্রেরণ

প্রকাশিত: মে ১৫, ২০২৩, ১১:৪২ পিএম

টাঙ্গাই‌লে ধর্ষণ মামলায় বড় মনিরের জা‌মিন বা‌তিল, কারাগা‌রে প্রেরণ

টাঙ্গাইল প্রতিনিধি

কি‌শোরী‌ ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লী‌গের সহসভাপতি ‌গোলাম কিব‌রিয়া বড় ম‌নি‌রের জা‌মিন না মঞ্জুর ক‌রে আদাল‌তে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৫ মে ) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে আওয়ামী লীগ নেতার জা‌মিন বা‌তিল ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর আদেশ দেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মাহমুদুল মহসীন।

গোলাম কিব‌রিয়া বড় ম‌নির টাঙ্গাইল-২ (‌গোপালপুর-ভুঞাপুর) আস‌নের সংসদ সদস‌্য তানভীর হাসান ছোট মনি‌রের বড় ভাই এবং জেলা বাস কোচ মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির মহাস‌চিব। ত‌বে এই মামলার আরেক আসামি আওয়ামী লীগ নেতা বড় ম‌নি‌রের স্ত্রী নিগার আফতাব আদাল‌তে আত্মসমর্পণ ক‌রেন‌নি।

টাঙ্গাইলের সরকা‌রি কৌশলী (‌পি‌পি ) এস আকবর খান জানান, কি‌শোরীর ধর্ষণ মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় ম‌নির নিম্ন আদাল‌তে আত্মসমর্পণ ক‌রে জা‌মিন আবেদন ক‌রেন। প‌রে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মাহমুদুল মহসীন জা‌মিন না মঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর আদেশ দেন। এর আগে ওই আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রী উচ্চ আদালত থে‌কে জা‌মিন পে‌লেও পরব‌র্তীতে চেম্বার আদালত তা‌দের জা‌মিন স্থগিত ক‌রে নিম্ন আদাল‌তে আত্মসমর্পণ করার নি‌র্দেশ দেন।

গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় শহর আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করে নির্যাতিতা কিশোরী। মামলায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছেন বলেও উল্লেখ করেছেন। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে। এ দিকে অন্তঃসত্ত্বার প্রমাণ পেয়েছেন মেডিকেল বোর্ড। এছাড়াও ওই কিশোরী ৬ এপ্রিল দুপুরে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।


পরবর্তীতে গোলাম কিবরিয়া বড় মনি ও তার স্ত্রী উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নেন। চার সপ্তাহ শেষে পুনরায় উচ্চ আদালতে জামিন আবেদন করলে আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে দেন। সোমবার টাঙ্গাইল মুখ্য বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মাহমুদুল মহসীন জা‌মিন না মঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর আদেশ দেন।


এডিএস/

আর্কাইভ