• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যায় ৫ জনের যাবজ্জীবন

প্রকাশিত: মে ১৪, ২০২৩, ০৯:১২ পিএম

নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যায় ৫ জনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে কৃষক সোবহান ফারাজীকে কুপিয়ে হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৪ মে) সকালে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আকরাম হোসেন এ রায় দেন। এ সময় প্রত্যেক আসামিকে ৩০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। এ মামলায় ১৯ জনকে খালাস দেয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন ফায়াজুর মোল্য, ফসিয়ার মোল্যা, ফারুক মোল্য, কামাল খাঁ ও আশিকুর।

এদের মধ্যে ফসিয়ার মোল্যা মারা গেছেন এবং আশিকুর পলাতক রয়েছেন। বাকি তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে তিনি জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে ২০১০ সালের ৪ এপ্রিল কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের কৃষক সোবহান ফারাজীকে প্রতিপক্ষ গ্রুপের লোকজন কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই জলিল ফারাজি বাদী হয়ে কালিয়া থানায় মোট ২৪ জনকে আসামি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে পুলিশ এজাহার নামীয়দের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।


মামলা চলার সময় ফসিয়ার মোল্যা ও সাহিদুল মোল্যা মারা যান। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত মোট ১৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্যপ্রমাণে আসামি ফায়াজুর মোল্য, মৃত ফসিয়ার মোল্যা, ফারুক মোল্য, কামাল খাঁ ও আশিকুরের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়। ওই পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আশিকুর পলাতক রয়েছেন। মামলায় মৃত সাহিদুল মোল্যাসহ ১৯ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

এদিকে বাদীপক্ষ এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে অপিল করার কথা জানিয়েছেন।


এডিএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ