• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাগেরহাটে অগ্নিকাণ্ডে রান্নাঘর ভস্মীভূত, দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: মে ৮, ২০২৩, ০৭:২৭ পিএম

বাগেরহাটে অগ্নিকাণ্ডে রান্নাঘর ভস্মীভূত, দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে রান্নাঘরের আগুনে দগ্ধ হয়ে সাফিয়া বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (০৭ মে) রাতে বাগেরহাট সদর উপজেলার ভট্টবালিয়াঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহবধূ সাফিয়া একই এলাকার আবদুল গনীর স্ত্রী।

বাগেরহাট জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সরোয়ার হোসেন বলেন, রাত  ৮টার দিকে রান্নার করছিলেন সাফিয়া বেগম। অসতর্কতাবশত গ্যাসের চুলা থেকে আগুন লেগে যায়। 


স্থানীয়দের তৎপরতায় আগুন কোথাও ছড়াতে পারেনি। তবে আগুনে রান্নাঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় সাফিয়া বেগম বের হতে না পেরে দগ্ধ হয়ে মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে।


এডিএস/

আর্কাইভ