• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সিরাজগঞ্জে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: মে ৬, ২০২৩, ০১:২৩ এএম

সিরাজগঞ্জে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

বিকাল পৌনে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মোহাম্মদ আহসান উল্লাহ।

তিনি বলেন, উল্লাপাড়া স্টেশন এলাকায় ওই মালবাহী ট্রেনটি ঘুরিয়ে লাইন পরিবর্তন করা হচ্ছিল। এ সময় হঠাৎ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন। ট্রেনটি দ্রুত সরানোর ব্যবস্থা করা হচ্ছে।

উল্লাপাড়া রেলস্টেশন মাস্টার মো. ফেরদৌস হাসান বলেন, দ্রুত সরিয়ে ফেলতে না পারলে এ পথে ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে।

 

বিএস/

আর্কাইভ