• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধার

প্রকাশিত: মে ২, ২০২৩, ০৭:২০ পিএম

ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (২ মে) সকাল ৯টায় নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগম (৬৫) নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের সালাম শেখের স্ত্রী।

নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


নিহতের স্বামী সালাম শেখ বলেন, জাহানারা কানে কম শুনতেন। হাঁসের খাদ্য হিসেবে শামুক সংগ্রহ করতে সকালে রেললাইন পার হচ্ছিলেন জাহানারা বেগম। এ সময় ভাঙ্গা থেকে ছেড়ে আসা চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই জাহানারা মারা যান।

নগরকান্দা থানার এসআই গোলাম কিবরিয়া বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এডিএস/

আর্কাইভ