• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভাঙা ঘরেই বসবাস তাদের যুগ যুগ ধরে

প্রকাশিত: মে ২, ২০২৩, ১২:৫৪ এএম

ভাঙা ঘরেই বসবাস তাদের যুগ যুগ ধরে

তুহিন জুবায়ের, মৌলবীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর চা বাগানে দীর্ঘ পঁচিশ বছর ধরে শ্রমিক হিসেবে কাজ করছেন রাজকুমারী বিন। এই বাগানের শ্রমিক ছিলেন তার বাবাও। বাবা অসুস্থ হলে বাগানের কাজ ধরেন তিনি। এরপর বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়েই পার করেছেন জীবনের পঁচিশটি বছর। কিন্তু বয়স বাড়ায় আর কাজে যেতে পারেন না তিনি। তার জায়গায় কাজে যোগ দিতে হয়েছে তার ভাইকে। কারণ, চা বাগানের নিয়ম অনুযায়ী বাগানে যদি একটি পরিবার থেকে ন্যূনতম একজন শ্রমিক কাজ না করেন, তবে তারা হয়ে যাবেন গৃহহীন। বসবাস করতে পারবেন না বাগানের বসতঘরে।

শমসেরনগর চা বাগানে গিয়ে দেখা গেল রাজকুমারী বিন বাগানের কাঁচা পাতা সংগ্রহ করছেন। সেগুলো দিয়ে ভর্তা তৈরি করে দুপুরের খাবার খাবেন। পাতা তুলতে তুলতে তিনি বলেন, অনেক বছর তো আমি কাজ করলাম। আগে মজুরি কম ছিল। এখন মজুরি কিছু বাড়ছে। তবে এ মজুরি দিয়ে আমাদের পোষায় না। আমাদের দেশে ১৭০ টাকা দিয়ে কোনো কাজ আছে, যে আট ঘণ্টা কাজ করে দিবে। এটা তো মানায় না। কিন্তু আমরা তো বান্দা পড়ে গেছি। না আমরা শিক্ষার দিকে আগাতে পারি, না জমি কিনে ঘর বাড়ি বানাতে পারি। সূর্যের দিকে যেভাবে তাকানো যায় না। আমাদের জীবনেও ওরকম, জীবনের দিকে তাকাতে পারি না। এটা সবাই জানে কিন্তু কেউ চোখ দিয়ে দেখে না।

dhakapost

শ্রীমঙ্গলের সাতগাও বাগানের চা শ্রমিক শীত কুমার রিকিয়াসন ও যমুনা রিকিয়াসন। তাদের তিন সন্তান, তিনজনই মেয়ে। শীত কুমার রিকিয়াসন কাজ করেন শ্রীমঙ্গলের সাতগাঁও চা-বাগানে। ১৫ ফুট দৈর্ঘ্য আর ৬ ফুট প্রস্থ্যের একটি ঘরের এক পাশে মাটির ওপর পাটি বিছিয়ে গাদাগাদি করে থাকেন সবাই। আর অন্য পাশে থাকে তাদের পালিত গরু। গরু রাখার জন্য বরাদ্দ করা হয়েছে ৪ ফুট দৈর্ঘ্য আর ৩ ফুট প্রস্থ্যের জায়গা। তার পাশেই পানির পাত্র আর রান্নার ন্য দুই-তিনটি হাঁড়ি-পাতিল। ঘরে উল্লেখ করার মতো আসবাবপত্র বলতে আছে তিনটি প্লাস্টিকের চেয়ার।

শমসেরনগর চা বাগানের শ্রমিক সীমা আক্ষেপ করে বলেন, চা-বাগানের শ্রমিক হওয়ার জন্যই যেন আমাদের জন্ম। আমার মা-বাবা বাগানে কাজ করছেন। আমরা করছি। আমার সন্তানরাও করবে। সন্তানদের লেখাপড়া শিখিয়ে যে অন্য পেশায় পাঠাব, সেই ক্ষমতা তো আমাদের নেই।

dhakapost

দেশের সিংহভাগ চা বাগান অবস্থিত মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া ও জুড়ীর চা-শ্রমিকদের থাকার জায়গাগুলো ঘুরে দেখা গেছে, বেশিরভাগ শ্রমিকের বসবাস মাটির তৈরি ঘরে। ঘরের উপরে কোনো কোনোটিতে শুকনো খড়ের আস্তরণ, আর কোনোটিতে টিন দেওয়া। অনেক ঘরেই খড় আর টিনের ফুটো দিয়ে আকাশ দেখা যায়। কোনো ঘরে একটাই কক্ষ, কোনোটিতে দুটি। বেশি হলে একটি আলাদা রান্না ঘর। কক্ষের আয়তনও খুব বেশি নয়। এসব কক্ষে তিন থেকে সাতজন গাদাগাদি করে থাকেন। অনেক কক্ষে আবার গৃহস্থের সঙ্গে গরু-ছাগলেরও বসবাস রয়েছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালি ইউনিটের সাংগঠনিক সম্পাদক কর্ণ তাঁতি বলেন, স্থায়ী চা শ্রমিকরা সব কাজেই পান ১৭০ টাকা। অস্থায়ী চা শ্রমিকরা শুধু পাতা তোলার জন্য ১৭০ টাকা আর অন্য কাজের জন্য ১২০ টাকা বা এর কম পান। আমরা বারবার প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। যুগ যুগ ধরে কাজ করেও আমরা চা শ্রমিকরা বসতঘরের নিশ্চিয়তা পাই না।

dhakapost

বাংলাদেশ চা শিল্প ২০১৯-এর তথ্য অনুসারে, বাংলাদেশে বর্তমানে মোট ১৬৬টি চা বাগান রয়েছে। এসব বাগানে ১ লাখ ৩ হাজার ৭৪৭ জন স্থায়ী শ্রমিক এবং ৩৬ হাজার ৪৩৭ জন অস্থায়ী শ্রমিক রয়েছেন। আর এসব শ্রমিকদের ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা ৪ লাখ ৭২ লাখ ১২৫ জন।

সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের (সেড) পরিচালক ফিলিপ গাইন বলেন, বাংলাদেশের চা শ্রমিকরা, যাদের বেশিরভাগই অবাঙালি এবং পাঁচ প্রজন্ম ধরে চা বাগানের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের মর্যাদাপূর্ণ জীবন নেই। বাংলাদেশের সংবিধান নাগরিকদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসাসহ জীবনের মৌলিক চাহিদার গ্যারান্টি দেয়। চা বাগানের মালিক এবং সরকারি কর্তৃপক্ষ উভয়েরই চা শ্রমিকদের চাহিদা পূরণের দায়িত্ব রয়েছে।

dhakapost

চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের সিলেট অংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী বলেন, চা বাগানের প্রয়োজনে শ্রমিকদের এখানে রাখা হয়। তাদের ঘর বানিয়ে দেওয়া হয়। তাদের ঘরের জন্য কোনো ব্যয় হয় না। আর ভূমির মালিকানা! এখানে বাগানই তো লিজ নিয়েই চা চাষাবাদ করা হয়।

 

বিএস/

আর্কাইভ