• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চট্টগ্রামে তুলাতলী বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়ে ছাই ৪০টি ঘর

প্রকাশিত: মে ১, ২০২৩, ০৬:৩৫ পিএম

চট্টগ্রামে তুলাতলী বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়ে ছাই ৪০টি ঘর

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর তুলাতলী বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে বস্তির ৪০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (০১ মে) বেলা পৌনে ১১টার দিকে বাকুলিয়া রাজাখালীর ওই বস্তিতে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে ওই বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আবদুল্লাহ বলেন, বেলা পৌনে ১১টার দিকে বাকুলিয়া রাজাখালীর জামাইবাজারের একটা বাসা থেকে প্রথমে এ আগুনে সূত্রপাত হয়। এরপর আগুন তুলাতলী বস্তিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আগ্রাবাদ থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। তাদের আধাঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই বস্তির ৪০টি ঘর পুড়ে ছাই হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই উপপরিচালক। 

 

 

জেকেএস/

আর্কাইভ