• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরতে নামবেন জেলেরা

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩, ০৭:৩৩ পিএম

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরতে নামবেন জেলেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভোলার জেলেরা। রোববার (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে আবারও জেলের জাল ফেলার মাধ্যমে ভরে উঠবে মেঘনা-তেঁতুলিয়ার বুক। দীর্ঘদিনের কর্মহীন সময়ের দুঃখকষ্ট ভুলে রুপালি ইলিশের স্বপ্ন দেখছেন মৎস্যজীবীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মেঘনা-তেঁতুলিয়া নদী উন্মুক্ত হওয়ার খবরে জাল ও নৌকা নিয়ে নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। আর কর্মহীন সময়ের কষ্ট ভুলে রুপালি ইলিশের স্বপ্ন দেখছেন মৎস্যজীবীরা।

জেলে কবীর, আলম, রবিউল জানান, দুই মাসে চাল পাওয়ার কথা ছিল চারবার, সেখানে পেয়েছি মাত্র একবার। মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শেষ, তাই জাল ও নৌকা প্রস্তুত রেখেছি। দুই মাস পর আজ মাছ শিকারে নামব। আশা করছি, ক্ষতিও পুষিয়ে নিতে পারব

ভোলা সদর উপজেলার বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মো. এরশাদ ফরাজি বলেন, জেলেদের জন্য যে ভিজিএফ বরাদ্দ হয়েছে তার মধ্যে সবগুলো এখনো দেয়া হয়নি। আমার দাবি, দ্রুত জেলেদের সেই বরাদ্দ দেয়া হোক।


জাটকা রক্ষা আর অভয়াশ্রমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পহেলা মার্চ থেকে চলা নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল মধ্যরাতে শেষ হচ্ছে। এ সময় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সব ধরনের জাল ফেলা বন্ধ থাকায় সম্পূর্ণ বেকার ছিলেন জেলার হাজার হাজার জেলে।

জেলায় এক লাখ ৫৯ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন। এর মধ্যে ৮৯ হাজার ৪১০ পরিবারের জন্য মাসে ৪০ কেজি করে খাদ্য সহায়তা বরাদ্দ দেয়া হলেও প্রায় ৬৯ হাজার জেলে এ সুবিধার বাইরে। আবার কিছু ইউনিয়ন এখনও সব বরাদ্দ বিতরণ শেষ করেনি।


এডিএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ