• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩, ০৯:২১ পিএম

সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

ঢাকা-বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে নির্মাণাধীন ফ্লাইওভার ব্রিজ থেকে ১৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময়ে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাডো জব্দ করা হয়। উদ্ধার গাঁজার বর্তমান বাজারমূল্য অর্ধকোটি টাকা। জসিম (৩২) কুমিল্লার নিশ্চিতপুর পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শনিবার (২৯ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সামিউল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, গোপন সংবাদে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড়ে নির্মাণাধীন ফ্লাইওভার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ড্রাইভারের সিটের ওপর রক্ষিত ১৪০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্যাডো জিপগাড়ি জব্দ করা হয়েছে। আটক মাদক কারবারির বিরুদ্ধে বিভিন্ন জেলায় সাতটি মাদক মামলা রয়েছে। উদ্ধার হওয়া আলামতসহ তাকে আদালতে পাঠানো হয়েছে।


এডিএস/

আর্কাইভ