• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ ও গোপালগঞ্জে নিহত ৩

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩, ০৯:১১ এএম

সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ ও গোপালগঞ্জে নিহত ৩

দেশজুড়ে ডেস্ক

সিরাজগঞ্জে বেলকুচিতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তিন বছরের এক শিশু। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সুবর্ণসাড়া পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই কলিয়াপাড়া গ্রামের মুকুল সরকারের ছেলে আল-আমিন সরকার (২৩) ও সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার নাসির উদ্দিনের ছেলে ইউনুস আলী (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুবর্ণসাড়া এলাকায় পেট্রল পাম্পের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মানিক নামের এক শিশুসহ তিনজন আহত হন। তাদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত মানিকের অবস্থার অবনতি হলে তাকে এনায়েতপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে গোপালগঞ্জ ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নসিমনের সংঘর্ষে দীনেশ অধিকারী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরো দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বিজয়পাশা ফকিরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দীনেশ সদর উপজেলার উলপুর গ্রামের বাসিন্দা। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আর্কাইভ