• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

যশোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ॥ আহত ১০

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩, ০৮:০৪ পিএম

যশোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ॥ আহত ১০

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার শাঁখারিগাতি এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সুজন (৩০) নামে পিকআপ চালক নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মিরাজ আক্তার আসিফ (২৬) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত পিকআপ চালক সুজন বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতালা রাজাপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

আহত মিরাজ জানান, তিনি খুলনা থেকে তরমুজ কিনে পিকআপে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। যশোর সদর উপজেলার শাঁখারিগাতি এলাকায় পৌঁছলে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ও পিকআপের চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় পিকআপ চালক সুজন মারা যান।


যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, দুর্ঘটনায় তরমুজ ব্যবসায়ী মিরাজ ও বাসের চারজন যাত্রী আহত হয়েছেন। বাসের যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মিরাজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ হেফাজতে নেয়া হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


এডিএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ