• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নোয়াখালীর হাতিয়ায় আগুনে পুড়ে ২০ দোকান ছাই

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩, ০৭:০৫ পিএম

নোয়াখালীর হাতিয়ায় আগুনে পুড়ে ২০ দোকান ছাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোয়াখালীর হাতিয়ার চরকিং ইউনিয়নের ভৈরব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে ওই বাজারের ২০টি দোকান ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে প্রথমে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণ পর দোকানের ভেতরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।


হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘৯৯৯ থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করি। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’


এডিএস/

আর্কাইভ