• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভারতের সঙ্গে হোম সিরিজ খেলবে বাংলাদেশ

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩, ০৬:৫৫ পিএম

ভারতের সঙ্গে হোম সিরিজ খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজটি শেষ হবে ১২ মে। তবে দেশে ফিরে বিশ্রামের সুযোগ নেই নিগার সুলতানা জ্যোতিদের। দেশের মাটিতে ফিরেই ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতিতে নামতে হবে লাল-সবুজ দলকে।

ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে চলতি বছর বাংলাদেশ পুরুষ দলের ওপর চাপটা বেশ। তবে টানা সিরিজ খেলার চাপটা এখন নারীদের ওপরও পড়তে যাচ্ছে। ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই উইমেন’স চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হবে নিগারদের।

 
আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি খেলতে আগামী জুন-জুলাইয়ে বাংলাদেশ সফর করবে ভারতের নারী দল। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও থাকছে দ্বিপাক্ষিক এ সিরিজে। এই সিরিজের ওয়ানডের ম্যাচগুলো বিশ্বকাপ কোয়ালিফাইং সিরিজের অংশ হবে। 

শ্রীলঙ্কা সফরে শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার এসএলসি সভাপতি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছিল জ্যোতিদের। অনানুষ্ঠানিক সেই ম্যাচে জয় দিয়েই সফর শুরু করেছে জ্যোতিরা। শনিবার কলম্বোতে হবে সিরিজের প্রথম ওয়ানডে।


এডিএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ