• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

যে ৮ বিভাগে বজ্রসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদফতর

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩, ০৬:১১ পিএম

যে ৮ বিভাগে বজ্রসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকাসহ সারা দেশে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে এই ঝড়বৃষ্টি বৃহস্পতিবারের (২৭ এপ্রিল) মতো তীব্র হবে না।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল বা সন্ধ্যার দিকে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে হালকা বাতাসের সঙ্গে বৃষ্টি হতে পারে। তবে এই ঝড়বৃষ্টি গতকালের মতো তীব্র হবে না।

এর আগে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে রাজধানীতে হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো, বজ্রপাত ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।


আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, গতকাল রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ ৭৪ কিলোমিটার এবং আগারগাঁওয়ে ৬০ কিলোমিটার ঝড়ের গতিবেগ রেকর্ড করা হয়েছে।

এদিকে শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।


এডিএস/

আর্কাইভ