• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সিগারেটের প্যাকেটে গাঁজার পুরিয়া, ২ যুবক গ্রেফতার

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০৯:২৬ পিএম

সিগারেটের প্যাকেটে গাঁজার পুরিয়া, ২ যুবক গ্রেফতার

বরগুনা প্রতিনিধি

বরগুনায় সিগারেটের প্যাকেটে গাঁজার পুরিয়া পাওয়ায় দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা।

দণ্ডিতরা হলেন: তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের অংকুজান পড়া গ্রামের দেলোয়ার গাজীর ছেলে সাইদুল ইসলাম গাজী (২৭) ও খবির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২০)।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, ‘দুই ব্যক্তি মাদক কিনে ফেরার গোপন তথ্য পেয়ে তাদের আটক করা হয়। তাদের তল্লাশি করে সিগারেটের প্যাকেটে গাঁজার পুরিয়া পাওয়া যায়।’


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। তালতলীতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।


এডিএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ