• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০৭:৩৯ পিএম

ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পুরান ঢাকার বংশালে বাসার ছাদ থেকে পড়ে কাজী শাহনাজ (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোরে বংশালের গাঙ্গুলী লেন এলাকায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে ওই নারীর মৃত্যু হয় বলে জানা গেছে।

কাজী শাহনাজকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


নিহতের ছেলে মশিউর রহমান সাংবাদিকদের বলেন, ভোরে ছাদে হাঁটার সময় আমার মা অসাবধানতাবশত নিচে পড়ে যান। তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসক জানান, আমার মা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছেন, কাজী শাহনাজ নামে ওই নারীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


এডিএস/

আর্কাইভ