• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সমভোট পাওয়া সেই ইউপিতে ভোটযুদ্ধ চলছে

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০৭:২৭ পিএম

সমভোট পাওয়া সেই ইউপিতে ভোটযুদ্ধ চলছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ইউনিয়ন পরিষদের নির্বাচনে সমভোট হওয়ায় চুয়াডাঙ্গার জীবননগরে মনোহরপুর ১নং ওয়ার্ডে ফের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

প্রিসাইডিং অফিসার নুর আলম জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে দুই প্রার্থীর ভোট সংখ্যা এক হওয়ায় ফলাফল শূন্য ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। নারী-পুরুষ ভোটার রয়েছে ১৮৩৩ জন। ৫টি বুথে ভোটগ্রহণ হয়েছে।


গত ১৬ মার্চ চুয়াডাঙ্গায় মনোহরপুরসহ ৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মনোহরপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে হয়। ফুটবল প্রতীকে বাবলুর রহমান ও তালা প্রতীকে আবদুর রশিদ ৫৬১ ভোট পান। এতে দুজনের সমভোট হয়।


এডিএস/

আর্কাইভ