• ঢাকা রবিবার
    ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

ফরিদপুরে জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৩, ০৮:১১ পিএম

ফরিদপুরে জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফরিদপুর সদর উপজেলার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কবি জসীম উদ্‌দীন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির।


এর আগে গত ১৬ মার্চ সদর উপজেলার ১১ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। 


শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।


এ ছাড়াও সংরক্ষিত নারী সদস্য এবং সাধারণ সদস্যদের শপথবাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, আশিকুল হক, বিপুল চন্দ্র দাস, জেলার সিনিয়র নির্বাচন অফিসার মো. হাবিবুর রহমান হাবিব প্রমুখ।


অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, জনগণ আপনাদের ভোট দিয়ে সাধারণ মানুষের সেবা করার দায়িত্ব দিয়েছেন, আগামী পাঁচ বছর স্থানীয় সরকারের নির্দেশ মোতাবেক আপনারা প্রত্যেকেই মানবসেবায় নিয়োজিত থাকবেন।


তিনি আরও বলেন, এই পাঁচটি বছর যারা সাধারণ মানুষের সেবা নিশ্চিত করবে এবং সুশাসন প্রতিষ্ঠা করবে, তাদের সাধারণ মানুষ আবারও ভোট দিয়ে তাদের দায়িত্ব অর্পণ করবে। আর যারা এর ব্যত্যয় ঘটাবে তাদের প্রত্যাখ্যান করবে। সুতরাং আপনাদের প্রত্যেকের উচিত নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করা।


শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান ১১, সংরক্ষিত নারী সদস্য ৩৩, সাধারণ সদস্য ৯২ মোট ১৪৩ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি কমিশনার ভূমি জিয়াউর রহমান।

 

এডিএস/

আর্কাইভ