• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

খুলনার বিএল কলেজ পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩, ০৬:১৩ পিএম

খুলনার বিএল কলেজ পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি

খুলনার দৌলতপুরে সরকারি ব্রজলাল কলেজের (বিএল) পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বিএল কলেজ ওই পুকুর থেকে ভাসমান যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি; তবে তার বয়স ৩৬ হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন।

তিনি বলেন, সকাল ১০টার দিকে কলেজ কর্তৃপক্ষ পুকুরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। সকাল সাড়ে ১০টায় পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে।


এখনও পর্যন্ত ওই যুবকের পরিচয় আমরা শনাক্ত করতে পারিনি। নিহতের বয়স দেখে বিএল কলেজ শিক্ষার্থী মনে হচ্ছে না। পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এটি হত্যাকাণ্ড, দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছি আমরা। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।


এডিএস/

আর্কাইভ