• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাকার অনেক এলাকায় গ্যাসের গন্ধ

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩, ০৫:১৩ পিএম

ঢাকার অনেক এলাকায় গ্যাসের গন্ধ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।  সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে  এলাকার নাম উল্লেখ করে অনেকেই এ সংক্রান্ত পোস্ট দিয়েছেন।

রাজধানীর উত্তর বাড্ডার এক বাসিন্দা জানান, তিনিও অনেক্ষণ ধরে গন্ধ পাচ্ছেন। ঘরের দরজা জানালা খোলা রেখেছেন। মিরপুর ১৪-এর কিছু বাসিন্দাও এমন অভিযোগ করেছেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করা হলে জানানো হয়, তারাও এ সংক্রান্ত বেশ কিছু ফোন পাচ্ছেন। বিষয়টি তারা তিতাসকে জানিয়েছেন। তিতাস-এর গ্যাস নিয়ন্ত্রণ শাখায়(উত্তর) যোগাযোগ করা হলে তারা জানায়, তারাও এমন অনেক ফোন পাচ্ছেন। কারণ হিসেবে বলছেন, গ্যাসের প্রেসার বেশি হওয়ায় এমনটা হয়েছে। তবে প্রেসার কমানো হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে রাজধানীর রামপুরার মোল্লাবাড়ি, রামপুরা বাজার ও তালতলা এলাকার রাস্তায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা গ্যাসের গন্ধ পাচ্ছেন।

আমরা বিষয়টি তিতাসকে জানিয়েছি। তিতাসের লোকজন এসে পরীক্ষা–নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’


এ বিষয়ে তিতাসের জিএম অপারেশন সেলিম মিয়া মানবজমিনকে বলেন, গ্যাস লিকেজের ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি। ইতোমধ্যেই টেকনিক্যাল টিম কাজ শুরু করেছে। ধারণা করা হচ্ছে, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় লাইনে ওভার ফ্লো বা চাপ বেড়ে গেছে। যার গন্ধটাই বাইরে ছড়িয়েছে।

 

জেকেএস/

আর্কাইভ