প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩, ০৩:৫৭ এএম
কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের নাজিরারটেক পয়েন্টে ভেসে আসা ফিশিং ট্রলার থেকে উদ্ধার হওয়া ১০ জনের মধ্যে ছয়জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মরদেহগুলো হস্তান্তর করা হয়। তবে পরিচয় শনাক্ত হওয়ার পর বাকি চারজনকেও হস্তান্তর করা হবে।
হস্তান্তর করা ছয় মরদেহের মধ্যে রয়েছে, শামসুল আলম, তারেক, শওকত উল্লাহ, মো. শাহজাহান, মো. ওসমান গণি ও নুরুল কবির।
জানা গেছে, রোববার (২৩ এপ্রিল) ১০ মরদেহ নিয়ে ভেসে আসা ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায় গত ৭ এপ্রিল। এরপর থেকেই নিখোঁজ ছিল ট্রলারটি।
নিহতের স্বজনরা জানান, ট্রলারটির মালিক মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ছনখোলা এলাকার শামসুল আলম। তিনি নিজেও সাগরে মাছ ধরতে গিয়ে হত্যার শিকার হয়েছেন।
কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, পরিচয় নিশ্চিত হওয়ার পর ছয়জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএনএ পরীক্ষা শেষে পরিচয় নিশ্চিত হওয়ার পর, অপর চারজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তর হওয়া ছয়জনেরও ডিএনএ নমুনা সংরক্ষণ করে রাখা হবে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।
জেকেএস/