• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

স্বস্তির বৃষ্টিতে ভিজলো চুয়াডাঙ্গা

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩, ০১:৫৯ এএম

স্বস্তির বৃষ্টিতে ভিজলো চুয়াডাঙ্গা

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

তীব্র তাপপ্রবাহে ২০ দিনের বেশি সময় পোড়ার পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা।

আজ সোমবার (২৪ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ দিন ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর বাতাসে আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।

বিগত কয়েকদিন সূর্যের প্রখরতায় আর ভ্যাপসা গরমে জনজীবন হাঁসফাঁস অবস্থা। টানা তাপপ্রবাহের পর দুপুরে চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি নামে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে অল্প সময় মুষলধারে বৃষ্টি হয়ে থেমে যায়। যদিও আকাশ এখনও মেঘলা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান সিটি নিউজ ঢাকাকে বলেন, টানা তাপপ্রবাহে জনজীবন হাঁসফাঁস অবস্থায় ছিল। সূর্যের প্রখরতায় মানুষ অসহায় ছিল। কয়েকদিন আকাশ মেঘলা হলেও সোমবার দুপুরে বৃষ্টির দেখা মেলে। দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি ছিল।

চুয়াডাঙ্গা পলাশ পাড়ার বাসিন্দা আরজান আলি বলেন, গরমে টানা দুই সপ্তাহ কষ্টে ছিলাম। এক পশলা বৃষ্টিতে গরম হ্রাস পেয়েছে। বেশি সময় বৃষ্টি হলে ভাল লাগতো।

চুয়াডাঙ্গা কুলচারা গ্রামের চম্পা খাতুন বলেন, গরমে ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্টে ছিলাম। গরম সহ্য করার মতো অবস্থা ছিল না। টানা কয়েক দিন বৃষ্টি হলে ভালো হতো। আবহাওয়া ঠান্ডা থাকতো।

ট্রাক চালক রহিম আলি জানান, সড়কে গরমের কারণে সমস্যা হতো। রাস্তার পিচ গলে যেত দিনের বেলা। বৃষ্টি কম হলেও প্রশান্তি লাগছে।

 

জেকেএস/

আর্কাইভ