প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩, ১১:৫৫ পিএম
নড়াইল সদর পৌরসভা নামেই মডেল পৌরসভা। মডেল পৌরসভায় উন্নীত হওয়ার দুই দশকেও ন্যূনতম নাগরিক সেবা নিশ্চত হয়নি। উন্নয়নের ছোঁয়া লাগেনি অধিকাংশ ওয়ার্ডে। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী বিভিন্ন সড়ক।
নড়াইল পৌরসভার যাত্রা শুরু ১৯৭২ সালে। ১৯৯৯ সালে এটিকে মডেল পৌরসভায় উন্নীতকরণ হয়। ২৮ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের নড়াইল পৌরসভার বর্তমান মোট জনসংখ্যা প্রায় দেড় লাখ।
পৌরবাসীর অভিযোগ, মডেল পৌরসভার তকমাই শুধু লেগেছে এখানে, তবে লাগেনি উন্নয়নের ছোঁয়া। নিশ্চিত হয়নি ন্যূনতম নানা নাগরিক সুবিধা। ছোট্ট এ জেলা শহরের একটিমাত্র প্রধান সড়ক, সেটাও ইজিবাইক-নসিমন-করিমন ও দূরপাল্লার বাসের দখলে। এতে প্রতিনিয়তই পৌরবাসীকে যানজটে নাকাল হতে হলেও তা দেখার কেউ নেই। ওয়ার্ডে ওয়ার্ডে দীর্ঘদিন সংস্কারের অভাবে অলিগলি ও প্রধান রাস্তার কার্পেটিং খসে ইট-সুরকি বেরিয়ে বেহাল অবস্থায় দাঁড়িয়েছে। ভাঙ্গাচোরা এবড়োথেবড়ো এসব রাস্তা দিয়ে চলাচলে পৌরবাসীর দুর্ভোগ বাড়ছে।
মডেল পৌরসভা হওয়া সত্ত্বেও বিগত দিনে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নের অভাবে আজও নড়াইল পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন বা নাগরিক সেবা নিশ্চিত সম্ভব হয়নি জানিয়ে মেয়র আঞ্জুমান আরা বলেন, বিদ্যমান আর্থিক সংকট কাটিয়ে পৌরবাসীর আধুনিক সব সুযোগ সুবিধা নিশ্চিতের মধ্য দিয়ে একটি আধুনিক ও মডেল পৌরসভা বিনির্মাণে এরইমধ্যেই বৃহত্তর প্যাকেজ প্রকল্প গ্রহণ করা হয়েছে। অচিরেই এই সুফল পৌরবাসীর দোরগোঁড়ায় পৌঁছানো সম্ভব হবে।
এডিএস/