প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩, ০৯:১৩ পিএম
টানা ১০ বছর দুই মেয়াদে দায়িত্ব পালনের পর বঙ্গভবন ছেড়ে নতুন ঠিকানা রাজধানীর নিকুঞ্জের ‘রাষ্ট্রপতি লজে’ পৌঁছেছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
(২৪ এপ্রিল) সোমবার দুপুর ২টার দিকে নিকুঞ্জের নিজ বাসায় পৌঁছান তিনি।
এর আগে বঙ্গভবনের প্রধান ফটক পর্যন্ত ফুলের পাপড়ি ছড়িয়ে ও বিউগলের করুণ সুর বাজিয়ে আবদুল হামিদকে বিদায় দেয়া হয়। এরপর তার গাড়ি বহরের যাত্রা শুরু হয়। এ সময় তাকে এসকর্ট দেয় পুলিশের অশ্বারোহী দল।
আবদুল হামিদের নিকুঞ্জে অবস্থিত নিজ বাসা রাষ্ট্রপতি লজে এরই মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র ও অন্যান্য সামগ্রী স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে বঙ্গভবন ছাড়ার আগে সদ্য বিদায়ী এ রাষ্ট্রপতি সাংবাদিকদের বলেন, আজ থেকে আমি সাধারণ মানুষ হিসেবে মুক্তভাবে চলাচল করতে পারব।
নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে আবদুল হামিদ বলেন, নতুন রাষ্ট্রপতি যেন সাংবিধানিকভাবে তার দায়িত্ব পালন করতে পারেন এটাই আমার এবং জাতির প্রত্যাশা।
এডিএস/