• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘প্যাডেল না ঘুরাইলে পেট চলে না, আমগো আবার ঈদ’

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৩, ১২:৪২ এএম

‘প্যাডেল না ঘুরাইলে পেট চলে না, আমগো আবার ঈদ’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হচ্ছে শনিবার (২২ এপ্রিল)। ঈদের আনন্দে মাতোয়ারা সবাই সকাল থেকে ছুটে গেছেন আপনজনদের কাছে। রাজধানী ঢাকায় তেমন যানবাহন না থাকলেও শহরজুড়ে ত্রি-চক্রযান রিকশায় ঘুরে বেড়িয়েছেন রাজধানীবাসী।

সকালে বিভিন্ন ঈদগাহ ও মসজিদে মোনাজাতে অংশ নিয়েছেন মুসল্লিরা। নামাজ শেষে নিজের আত্মীয়-স্বজনদের বাসায় ঘুরে বেড়াচ্ছেন রাজধানীবাসী। অনেকে নামাজ শেষে বিভিন্ন দর্শনীয় স্থানেও গেছেন প্রিয়জনদের সঙ্গে। আর এ চলাচলে তাদের সবচেয়ে প্রিয় বাহন হলো রিকশা। রিকশাচালকরাও যাত্রীদের চাহিদা অনুযায়ী নিয়ে যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে।  

তবে এই ছুটে চলার মধ্যে রিকশাচালকদের নিজের ঈদ উদযাপন কোথায়? তপ্ত রোদে ঈদের আনন্দ ভুলে জীবিকার তাগিদে তারা সড়কে নেমেছেন, যাত্রীদের পৌঁছে দিচ্ছেন গন্তব্যে। ঈদের দিনে বাড়তি কিছু আয়ের প্রত্যাশায় শহরজুড়ে রিকশাচালকদের আনাগোনা দেখা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বসে বিশ্রাম নিতে দেখা যায় রিকশাচালক খায়রুল মল্লিককে। ঈদের আয়োজন ও উদযাপন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমগো আবার ঈদ কী? প্যাডেল না ঘুরাইলে পেট চলে না, আমগো আবার ঈদ।’


খাইরুল জানান, ঈদের দিন বাড়তি কিছু আয়ের আশায় সকাল থেকেই রিকশা নিয়ে বেরিয়েছেন। ঈদ উপলক্ষে পরিবারের কাউকে কিছু কিনে দিতে পারেননি বলে আক্ষেপও করেন তিনি।

তবে ঈদের দিন বাড়তি কিছু আয় করে বাসায় ভালো খাবার নিয়ে যাওয়ার ইচ্ছায় সকাল থেকেই রিকশা চালাচ্ছেন তিনি।
 

মহাখালী থেকে রিকশা নিয়ে শহীদ মিনার এলাকায় এসেছেন শফিকুল ইসলাম। সিটি নিউজ ঢাকাকে তিনি বলেন, ‘ঈদের দিনে মানুষ বাড়তি টাকা দেন, অনেকেই আবার বকশিসও দেন। তাই সকাল থেকে রিকশা চালাচ্ছি।’


তবে দুপুরের দিকে বেশ ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলেন তিনি।

রাজধানীজুড়ে এমন হাজারো রিকশাচালক বাড়তি কিছু আয়ের প্রত্যাশায় ঈদের দিনেও নিজের আনন্দকে বিসর্জন দিয়েছেন। পরিবার নিয়ে একটু ভালো খাবেন, এই আশায় বাড়তি আয়ের জন্য সড়কে তাদের ক্লান্তিহীন ছুটে চলা।

 

জেকেএস/

আর্কাইভ