• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঈদগাহে নামা‌জ পড়া‌ নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ০৭:২৭ পিএম

ঈদগাহে নামা‌জ পড়া‌ নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ঈদগা‌হে ঈদের নামা‌জ পড়া‌কে কেন্দ্র করে সংঘর্ষে নজরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হ‌য়ে‌ছেন আরও পাঁচজন।

শনিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার বীরকাটিহারি মড়লবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ওই এলাকার মফিজ উদ্দিনের ছেলে

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

পু‌লিশ জানায়, স্থানীয় এক‌টি ঈদগা‌হে ঈদের নামা‌জ পড়া‌কে কেন্দ্র ক‌রে স্থানীয় আব্দুস সালাম গ্রুপ ও নজরুল ইসলাম মেম্বার গ্রু‌পের লোকজ‌নের ম‌ধ্যে তর্কাত‌র্কি হয়। এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে দুপক্ষ সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। এতে উভয়প‌ক্ষের অন্তত ছয়জন আহত হয়। আহত‌দের আশঙ্কাজনক অবস্থায় হো‌সেনপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে চিকিৎসক নজরুল ইসলাম‌কে মৃত ঘোষণা ক‌রেন।

আহতদের ম‌ধ্যে আব্দুল হক (৫৫) ও ফাইজুল ইসলাম‌কে (৪০) ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। পু‌লিশ মরদেহ ময়নাতদ‌ন্তের জন‌্য কি‌শোরগঞ্জ ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠিয়ে‌ছে।

 

বিএস/

আর্কাইভ