• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ট্রেনের চাকার নিচ থেকে শিশুকে বাঁচাল ফায়ার সার্ভিস

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ১২:৫৩ এএম

ট্রেনের চাকার নিচ থেকে শিশুকে বাঁচাল ফায়ার সার্ভিস

দেশজুড়ে ডেস্ক

ট্রেনের ইঞ্জিনের চাকার নিচ থেকে রাজু (৯) নামে এক শিশুকে বাঁচাল ফায়ার সার্ভিস কর্মীরা।শুক্রবার দুপুর ১টা ৫ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। 

আহত রাজু ময়মনসিংহ জেলার বাসিন্দা মো. ছাদ্দাম হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে রেলের ইঞ্জিনের চাকার নিচে রাজু নামে এক শিশু আটকা পড়ে। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম দুর্ঘটনাস্থলে পোঁছে অত্যন্ত ঝুঁকি নিয়ে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এরপর  ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। 

তিনি আরও জানান, ট্রেনটি ক্যান্টনমেন্ট মেঘনা পেট্রোলিয়াম ডিপো থেকে ক্যান্টনমেন্ট স্টেশন ইয়ার্ডে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। 

 

বিএস/
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ