• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

৪১ হাজার মেট্রিক টন পাথর নিয়ে সাইপ্রাসের জাহাজ পায়রা বন্দরে

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ১১:১১ পিএম

৪১ হাজার মেট্রিক টন পাথর নিয়ে সাইপ্রাসের জাহাজ পায়রা বন্দরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৪১ হাজার মেট্রিক টন পাথর নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরে ভিড়েছে মাদার ভ্যাসেল ‘এমভি সোল’। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সাইপ্রাসের পতাকাবাহী এ জাহাজটি ইনার অ্যাংকোরেজে নোঙ্গর করে।

গত ১৫ এপ্রিল ১৩ মিটার গভীরতার এ জাহাজটি আরপিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে বন্দরের আউটারেজে পৌঁছায়। পরে লাইটারের মাধ্যমে কিছু পাথর খালাস করে আরপিসিএল কর্তৃপক্ষ। বর্তমানে ১০ দশমিক ৩০ মিটার গভীরতা নিয়ে এ জাহাজটি ইনার অ্যাংকোরেজে প্রবেশ করায় আরেক নতুন ইতিহাস গড়ল পায়রা বন্দর।

এর আগে ৪০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ম্যাসিনিয়ান স্পায়ার নামের ১০ দশমিক ২ মিটার গভীরতার মাদার ভ্যাসেল বন্দরের ইনার অ্যাংকোরেজে ভিড়েছে।


পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, এ পর্যন্ত বন্দরে দেশী বিদেশী ১ হাজার ৪২০টি জাহাজ পণ্য খালাস করে। এর মধ্যে ৩০৮টি বিদেশি মাদারভ্যাসেল রয়েছে।

বিশেষ করে গত ২৬ মার্চ ড্রেজিং কার্যক্রম সম্পন্ন হওয়ার পর থেকে বন্দরে আসতে শুরু করে বড় বড় মাদারভ্যাসেল।


এডিএস/

আর্কাইভ