• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ভরা বৈশাখেও কালবৈশাখীর দেখা নেই

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩, ০৯:৩৯ পিএম

ভরা বৈশাখেও কালবৈশাখীর দেখা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তীব্র দাবদাহে পুড়ছে দেশ। গত ১৬ দিন ধরে চলা টানা তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। ভরা বৈশাখেও দেখা নেই কালবৈশাখীর। সহসাই সম্ভাবনা নেই বৃষ্টির, এমন বার্তাই দিচ্ছে আবহাওয়া অফিস।

সূর্যের দাপটের কাছে অসহায় প্রকৃতি। মাথার ওপরের গনগনে সূর্যের তাপ, কংক্রিটের শহুরে পথে যেন ছড়িয়ে দিচ্ছে লু হাওয়া। তাই নগরজীবনে গরমের তীব্রতা অনেক বেশি।

সেই তাপপ্রবাহকে সঙ্গী করেই ভ্যানচালক হাবিব এসি নিয়ে ছুটছেন গ্রাহকের বাসায়। শো রুম থেকে কেনা এসি গ্রাহকের বাসায় পৌঁছে দেয়াই হাবিবের কাজ। গরমে একটু কষ্ট হলেও এ বছর তার আয় ভালো।

ভ্যানচালক হাবিব বলেন, গরমের কারণে বেচাকেনা বেশি হচ্ছে। আমি প্রতিদিন বেশি বেশি এসি সাপ্লাই দিচ্ছি। আমার মতো অনেকেই এসি সাপ্লাই দিচ্ছে।

সব দুর্যোগ আর সংকটে বেশি দুর্ভোগ হয় নিম্নআয়ের মানুষের। গত ১৬ দিন ধরে চলা এই দাবদাহেও কষ্টে আছেন সেই তারাই।

এক ভ্যানচালক বলেন, গরম অনেক বেশি তাই কাজ করতে সমস্যা হচ্ছে। ১০ টাকা কম ইনকাম করলেও আল্লাহর কাছে দোয়া করি যেন শরীর ভালো থাকে। আমরা দিন আনি দিন খাই তাই আমাদের কষ্ট বেশি।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে কিছুটা বাতাস ছিল যে কারণে একটু স্বস্তি মিলেছে। তবে দুপুরের দিকে সেই স্বস্তিও স্থায়ী হতে পারেনি।

আবহাওয়া অফিস বলছে, গত মার্চে দেশে ৭৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। যে কারণে ভরা বৈশাখেও কাল বৈশাখীতো নয়ই, দেখা মিলছে না বৃষ্টিরও। সহসাই বৃষ্টির দেখা মিলবে এমন সম্ভাবনাও নেই।


আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, সিলেট বিভাগের ওপর দিয়ে হালকা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। এছাড়া দেশের অন্যন্য বিভাগের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

তাই যে যেভাবে পারছেন সামর্থ্য অনুযায়ী মোকাবিলা করছেন ভয়ঙ্কর এপ্রিলকে।

গত ৬ দশকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি আছে এই এপ্রিলে।


এডিএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ