• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় আহত সাদ্দামের পরিবারের সন্ধান মিলেনি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩, ০৬:৪৪ পিএম

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় আহত সাদ্দামের পরিবারের সন্ধান মিলেনি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনায় আহত সাদ্দামের ঠিকানা বা পরিবারের সন্ধান এখনও পাওয়া যায়নি। 

দুর্ঘটনায় কবলিত সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ওই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেন।

পরে ওখানে থেকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত তার পারিবারের কেউ তার সন্ধানে এখানে আসেননি।

হাসপাতাল সুত্রে জানা গেছে, আহত সাদ্দামের (২৫) বাড়ি বগুড়ায়। তিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স ও  নিউরো সার্জারী বিভাগের জরুরি বিভাগে চিকিৎসাধীন। দুর্ঘটনায় তিনি মাথা ও পিঠে প্রচণ্ড আঘাত পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা, আজিজুল রহমান ছিদ্দিকী।

 

বিএস/

আর্কাইভ