• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

রংপুর তাপপ্রবাহে পুড়ছে , অতিষ্ঠ হয়ে যাচ্ছে জনজীবন

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ১০:১৮ পিএম

রংপুর তাপপ্রবাহে পুড়ছে , অতিষ্ঠ হয়ে যাচ্ছে জনজীবন

রংপুর ব্যুরো

তীব্র তাপপ্রবাহে পুড়ছে রংপুর। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবনে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। এই পরিস্থিতি থাকবে আরও বেশ কয়েকদিন।

সারা দেশের মতো উত্তরের জেলা রংপুরেও চলমান তাপে হাঁসফাঁস হয়ে উঠেছে মানুষ। একে তো রমজান মাস, তার ওপর অসহ্য গরম; এতে নাভিশ্বাস হয়ে উঠেছে শ্রমজীবী মানুষের জীবন। চলার পথে অনেকেই তাপ এড়াতে ব্যবহার করছেন ছাতা। এ জন্য বৃষ্টির প্রতীক্ষায় দিন কাটছে তাদের।


আবহাওয়া অফিস জানায়, সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় রংপুরের তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, আরও এক সপ্তাহ থাকবে এমন পরিস্থিতি। আর বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বাড়লে ভ্যাপসা গরম আরও বেড়ে যাবে।


এডিএস/

আর্কাইভ