• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাংলাদেশ নির্বাচনে যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চেয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ০১:১৩ এএম

বাংলাদেশ নির্বাচনে যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চেয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (১৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মোমেন বলেন, বিএনপির নালিশের কারণেই যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচন নিয়ে তাগিদ দিচ্ছে।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বিএনপি না এলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে এ কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিদের কাছে নালিশ করে কোনো লাভ হবে না। কারণ বিদেশিরা তো ভোট দেবে না, ভোট দেবে এদেশের মানুষ। রাজনৈতিক দলগুলোর বিদেশিদের কাছে ধরনা দেয়া দুঃখজনক। রাজনৈতিক দলগুলোর বিদেশিদের কাছে না গিয়ে ভোটারদের কাছে যাওয়া উচিত। 


ড. মোমেন বলেন, ‘বিএনপির উচিত তৃণমূলের ভোটারদের কাছে যাওয়া। আমি সব সময় বলি, আমাদেরও তৃণমূলের ভোটারদের কাছে যেতে হবে। আমাদের প্রচেষ্টা থাকবে, জোর থাকবে, যেন দেশের মানুষের মঙ্গল করতে পারি। মানুষের সঙ্গে আলাপ করে বুঝতে হবে কোন কোন ক্ষেত্রে কী অসুবিধা আছে।’

ডিজিটাল নিরাপত্তা আইন কোথাও কোথাও অতিব্যবহার হচ্ছে বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।


এডিএস/

আর্কাইভ