প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ১২:০৬ এএম
রংপুরে মাত্র ১০ টাকায় মিলেছে সেমাই, চিনি, তেল, চালসহ একটি পরিবারের পুরো ঈদবাজার।
রোববার (১৬ এপ্রিল) রংপুর নগরীর বিনোদপুরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে ‘ছিন্নমূলের সুপারশপ’ ব্যানারে এমন সহজলভ্যের বাজারের আয়োজন করে ‘চলো স্বপ্ন ছুঁই’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যেখানে ১ টাকায় মিলছে ১ কেজি আতপ চাল, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই, ১ কেজি লবণ, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, দুধ ২ প্যাকেট, গরম মসলা ও তেল। আর পুরো বাজার শেষ করতে খরচ হয়েছে মাত্র ১০ টাকা
এদিন ছিন্নমূল লোকজনকে ঈদবাজারের পাশাপাশি সংগঠনটির পক্ষ থেকে ১৮টি পরিবারকে স্বাবলম্বী করতে ভ্রাম্যমাণ চায়ের দোকান ও খাঁচাসহ মুরগি বিতরণ করা হয়।
ছিন্নমূল লোকজন বলেন, এই যুগে ১০ টাকায় এত কিছু পাওয়া যায় না। এত কিছু পাওয়া যাবে চিন্তাই করি নাই। ১০ টাকায় পুরো ঈদবাজার পাওয়ায় অনেক খুশি লাগছে।
এ বিষয়ে ‘চলো স্বপ্ন ছুঁই’-এর প্রতিষ্ঠাতা মুহতাসিম আবশাদ জিসান সিটি নিউজ ঢাকাকে বলেন, সবার সহযোগিতা নিয়ে এরই মধ্যে রংপুরের কয়েকশ পরিবার স্বাবলম্বী হয়েছে।
উল্লেখ্য, পাঁচ বছর ধরে এমন কার্যক্রম পরিচালনা করে আসছে রংপুরের ‘চলো স্বপ্ন ছুঁই’ সংগঠনটি।
এডিএস/