• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

যমুনা ফিউচার পার্কে শেষ সময়ের কেনাকাটা শুরু

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩, ০২:০২ এএম

যমুনা ফিউচার পার্কে শেষ সময়ের কেনাকাটা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক মাসের সিয়াম সাধনা শেষ হতে চলেছে। চলতি সপ্তাহের শেষদিকে খুশির ঈদ ধরা দেবে প্রতিটি বাংলাদেশি মুসলিম পরিবারে। তাই এখন ঈদের খুশিকে ভাগাভাগি করে নিতে প্রস্তুত হচ্ছে সবাই। ঈদের দিনে সবার চাই নতুন জামা, জুতা। শুধু নিজের জন্য নয়, এই আনন্দ ভাগ করে নিতে হয় পরিবার, পরিজন, আত্মীয়স্বজন সম্ভব হলে প্রতিবেশীর সঙ্গে। আর তাই মার্কেটগুলোতে এখন চলছে শেষ সময়ের কেনাকাটা।

রাজধানীর সবচেয়ে আরামদায়ক ও বৈচিত্র্যপূর্ণ কেনাকাটা মানেই যমুনা ফিউচার পার্ক। এই শেষ সময়ের কেনাকাটায় মেতে উঠেছে যমুনা ফিউচার পার্কে আসা ক্রেতারাও।

চারদিকে প্রচণ্ড দাবদাহ। তারই মধ্যে যমুনা ফিউচার পার্ক অত্যন্ত আরামদায়ক এক শপিংমল। পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে এখানে ঠান্ডা ঠান্ডা আমেজে চলে দারুণ কেনাকাটা। শনিবার দুপুরে যমুনা ফিউচার পার্কে প্রবেশ করতেই দেখা গেল গাড়ির বিশাল লাইন। যারা এসেছেন তারা সবাই ফিউচার পার্কে শেষ সময়ের কেনাকাটার জন্যই এসেছেন। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই শপিংমল এক ছাদের নিচে পোশাক, গয়না, কসমেটিকস, ক্রোকারিজ সব কেনাকাটা করা যাচ্ছে। শপিংয়ের এই শেষ সময়ে বর্তমানে পোশাকের পাশাপাশি জুতা, পারফিউম, কসমেটিকসও কিনছেন অনেক মানুষ।

শনিবার সকাল থেকেই প্রচুর মানুষের আনাগোনা শুরু হয় যমুনা ফিউচার পার্কে। দুপুরের পর আরও অধিক মানুষ আসতে শুরু করেন। বরাবরের মতো শপিংমলের ফুডকোর্টে ইফতার সেরে নিয়ে আবার ঈদ কেনাকাটায় মেতে ওঠেন অনেকে। যমুনা ফিউচার পার্কের মেট্রো ফ্যাশন, ইনফিনিটি, কে-ক্রাফট, অঞ্জনস, আড়ং, বিগ বস, ফ্রিল্যান্ড, জিন্স অ্যান্ড কোম্পানি, টুয়েলভ, রেড, সেলিব্রেশনস, ডিমান্ড, মাইশা ওয়ার্ল্ড, একসটাসি, জেন্টল পার্ক, টিন’স ক্লাব, প্লাস পয়েন্ট, কান্ট্রি বয়, রেঞ্জ, সিক্স লাইফ স্টাইল, লা রিভ, আর্টিসান, টপ টেন মার্ট পোশাকের ব্র্যান্ড ও শপগুলোতে এ দিন প্রচুর ক্রেতা সমাগম দেখা যায়।

রাজধানীর মোহাম্মদপুর থেকে আসা আমিনুল ইসলাম বলেন, তীব্র গরমের এই সময়টাতে যমুনা ফিউচার পার্কে কেনাকাটা খুবই আরামদায়ক। কিছু কেনাকাটা ইতোমধ্যে সেরে নিয়েছি। জুতা কেনা হয়নি। তাই বর্তমানে জুতা কিনলাম। পরিবারের সদস্যদের জন্য এখানকার এপেক্স থেকে জুতা কিনেছি।

এদিন বিকালে যমুনা ফিউচার পার্কের বাটার আউটলেটে গিয়ে দেখা যায়, সেখানে প্রচুর ক্রেতা সমাগম হয়েছে। এসেছে শিশুরাও। যে যার পছন্দ অনুযায়ী জুতা কিনে নিচ্ছেন। 
মধুবাগ থেকে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করতে এসেছেন জিনাত সুলতানা। তিনি বলেন, যমুনা ফিউচার পার্কের জুতার আউলেটগুলো বিশাল এবং এখানে কালেকশনও অনেক। বাসার সবার জন্য জুতা কিনলাম। পোশাকের আউটলেটগুলোতেও এই সময়ে প্রচুর ক্রেতা সমাগম দেখা গেছে।

 

বিএস/

আর্কাইভ