• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শ্বশুরবাড়িতে জামাইয়ের মৃত্যু, স্ত্রী-শাশুড়ি আটক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩, ১১:৪৮ পিএম

শ্বশুরবাড়িতে জামাইয়ের মৃত্যু, স্ত্রী-শাশুড়ি আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলায় শ্বশুরবাড়িতে সুমন (২৪) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ এপ্রিল) উপজেলার ভূল্লীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ভূল্লী থানার বালিয়া ইউনিয়নের বড় বালিয়া আর্দশ সরকার পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুমনের সঙ্গে পার্শ্ববর্তী দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ী কমলা পট্রি গ্রামের জামালের মেয়ে রুপার (২১) বিয়ে হয়। দুই পরিবারের সম্মতিতে বিয়ের পর স্বাভাবিকভাবেই চলছিল তাদের ১ বছরের সংসার। তবে শুক্রবার (১৪ এপ্রিল) রাতে সুমন শ্বশুরবাড়িতে গেলে সেখানে রাত ৮টার দিকে তার রহস্যজনক মৃত্যু হয়।

এ ঘটনায় সুমনের বাবা মোহাম্মদ আলী বাদি হয়ে ভূল্লী থানায় অভিযোগ দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সুমনের স্ত্রী রুপা আক্তার (২১) ও শাশুড়ি রোকেয়া খাতুনকে (৪৮) আটক করে আদালতে প্রেরণ করে।

ভূল্লী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, শ্বশুরবাড়িতে সুমন নামে এক যুবকের মৃত্যুর অভিযোগে তার স্ত্রী ও শাশুড়িকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তীতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বোদা থানার মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে।

 

বিএস/

আর্কাইভ