• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩, ১০:৪২ পিএম

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বিমানবন্দর স্টেশন আশকোনা এলাকায় রেল ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মো. মোতালেব হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই দুর্ঘটনা ঘটে।

ট্রেনের ধাক্কায় গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ১০ টার দিকে মৃত ঘোষণা করেন।

মোতালেব হোসেনকে নিয়ে আসা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাড়ির কনস্টেবল মমিনুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে এলাকার লোকজনদের সাথে কথা বলে জানা যায়। নিহত ব্যক্তি সকালে আশকোনা রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার.স্বরূপকাঠি থানার গুলমান গ্রামের বেলায়েত হোসেনের ছেলে ছিল সে।

মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ