• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ময়মনসিংহে মসজিদে ঢুকে নামাজরত ভাইকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩, ০৯:০৮ পিএম

ময়মনসিংহে মসজিদে ঢুকে নামাজরত ভাইকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নজরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে মসজিদের ভেতর খুন করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) ফজরের সময় উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের দুই ভাই পলাতক রয়েছেন।

নিহত নজরুল ইসলাম উপজেলার চরপুবাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম বশির উদ্দিনের ছেলে।

জানা যায়, মরহুম বশির উদ্দিনের তিন ছেলে। তাদের মধ্যে দীর্ঘ দিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে এসব নিয়ে তিন ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। ভোরে নজরুল ইসলাম সেহরি খেয়ে এলাকার মসজিদে ফজরের নামাজ পড়তে যান। নজরুল ইসলাম নামাজ পড়ে শেষ করতেই তার দুই ভাই জাহাঙ্গীর ও সেলিম তাকে পেছন থেকে কুপিয়ে জখম করে। মুসল্লিরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর জড়িত দুই ভাই পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আর্কাইভ