• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৩, ০২:৪৪ পিএম

পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝিনাইদহের শৈলকুপায় পুকুরে গোসল করতে নেমে অন্তর (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করার সময় এ ঘটনা ঘটে।

অন্তর পৌর এলাকার মাঠাপাড়া গ্রামের হুজুর আলীর ছেলে। সে শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে নাজের আলীর পুকুরে গোসল করতে যায় অন্তর। এরপর পুকুরে ডুব দেওয়ার পর আর উঠে আসেনি। একপর্যায়ে ওর চাচাতাে ভাই সোহান পুকুর পাড় থেকে অন্তরকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


এডিএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ