• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

পজীপ কর্মকর্তা ২ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩, ০৭:১০ পিএম

পজীপ কর্মকর্তা ২ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন  (পজীপ) কর্মকর্তা পুষ্পিতা রায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলের পল্লী জীবিকায়ণ প্রকল্পের।

তিনি দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম। সাধারণ সেবাগ্রহীতারাও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

অনুসন্ধানে জানা যায়,২০১৪ সালের ২ ফেব্রুয়ারি পুষ্পিতা রায় নাচোলের পল্লী জীবিকায়ণ প্রকল্পের (পজীপ) কর্মকর্তা হিসাবে যোগদান করেন। সরকারি নীতিমালা উপেক্ষা করে একই স্থানে ৯ বছর ধরে দায়িত্ব পালন করছিলেন।

তিনি গত ৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিপি) উপ পরিচালককে অবগত করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক সেবাগ্রহীতা।

নাচোল পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিপি) কর্মকর্তা হারুনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, পুষ্পিতা রায় আমার কাছে ছুটির কোন আবেদন করেননি। তবে তিনি আমাদের ডিডির কাছে ভারত যাওয়ার এক সপ্তাহ আগে ১০ দিনের ছুটির জন্য মৌখিকভাবে বলেছিলেন। তবে তার ছুটি মঞ্জুর হয়নি।

 

বিএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ